Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবাডির চ্যাম্পিয়ন বিজিবি

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডির চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বাংলাদেশ নৌবাহিনীকে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে (২৯-২৭) হারিয়েছে বিজিবি। চ্যাম্পিয়নরা প্রথমার্ধে ১৭-১২ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বিজিবির টিপু সুলতান। চ্যাম্পিয়ন দল ২ লক্ষ টাকা, রানার আপ এক লক্ষ টাকা এবং দুই সেমিফাইনালিস্টকে দেয়া হয় ৫০ হাজার টাকা করে প্রাইজমানি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এমপি। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ সাইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান এবং পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ মাহবুব হায়দার খান। ৫দিন ব্যাপী এই প্রতিযোগিতায় দুই গ্রুপে মোট ১০টি দল অংশগ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ