Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার কাবাডিতে ফ্র্যাঞ্চাইজি লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ৮:৩১ পিএম

ক্রিকেট ও হকির পর এবার ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখাচ্ছে দেশের কাবাডি। দায়িত্বগ্রহণের পর থেকে বাংলাদেশ কাবাডির মান বাড়াতে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটি। প্রো-কাবাডির আদলে ৬টি দল নিয়ে পুরুষ ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগ আয়োজনের রূপরেখাও করা হয়েছিল। অবশ্য তা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে এশিয়ান গেমসে পদকের সম্ভাব্যতার নিরিখে আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে দেশে নারী ফ্র্যাঞ্চাইজি লিগ করতে যাচ্ছে কাবাডি ফেডারেশন। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি উইমেন্স কাবাডি লিগ আয়োজনের জন্য ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলেপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হককে প্রধান ও কোষাধ্যক্ষ আরিফ মিহিরকে সদস্য সচিব করে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার কমিটি সভায় এই লিগ আয়োজনের প্রাথমিক রূপরেখা চুড়ান্ত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী এই লিগের প্রথম আসর হবে ৬টি দলকে নিয়ে। ঢাকার বাইরে অন্তত তিনটি ভেন্যুতে খেলা হবে বলে গতকাল জানান গাজী মো. মোজাম্মেল হক। তবে এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে ইচ্ছুক নারী খেলোয়াড়দের মান বাড়াতে এক মাসের আবাসিক ক্যাম্প করবে কাবাডি ফেডারেশন। সর্বশেষ জাতীয় দল ও আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি টুর্নামেন্ট থেকে বাছাই করা খেলোয়াড় মিলিয়ে ১০০ জনকে নিয়ে আগামী মঙ্গলবার পল্টনস্থ কাবাডি ফেডারেশন ভবনে শুরু হবে এই আবাসিক ক্যাম্প।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি

৯ ডিসেম্বর, ২০২১
২৬ নভেম্বর, ২০২১
২৬ নভেম্বর, ২০২১
১২ নভেম্বর, ২০২১
৮ নভেম্বর, ২০২১
৩০ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ