Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বলেশ্বরের জোয়ারে রায়েন্দা নতুন লঞ্চঘাটের পন্টুন ডুবে গেছে

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

শরণখোলা উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলার রায়েন্দা নতুন লঞ্চঘাটের পন্টুনের অর্ধেকটা ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুরের জোয়ারে পন্টুনটি হঠাৎ ডুবে যায়। স্থাপনের পর থেকে পন্টুনটি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। সঠিক রক্ষাণাবেক্ষণ না করায় সরকারের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ নষ্ট হতে বসেছে। এক বছর আগে পন্টুনটি স্থাপন করা হয়। কিন্তু এখন পর্যন্ত সেটি উদ্বোধন করা হয়নি। অথচ তার আগেই ডুবতে বসায় আদৌ পন্টুনটি চালু হবে কীনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে এলাকাবাসীর মনে।
স্থানীয় কাদের শেখ, তহিদুল ডিলার ও ডালিম হাওলাদার জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পন্টুনটি স্থাপনের পর আর কোনো খোঁজ-খবর নেয়নি। এমনকি পন্টুনটি সঠিকভাবে স্থাপনও করা হয়নি। দুই পাশের পিলারের সাথে স্টীলের রিং (বেড়ি) পরিয়ে হুকের মাধ্যমে পন্টুনটি বসানোর কথা। যাতে জোয়ার-ভাটার পানিতে পন্টুনটি সঠিকভাবে ওঠানামা করতে পারে। কিন্তু রিং না থাকায় সেটি এক স্থানে স্থির হয়ে যাওয়ায় জোয়ারের পানিতে অর্ধেকটা ডুবে যায়। ঠিকাদাররা তড়িঘড়ি করে ত্রুটিপূর্ণ স্থাপনের ফলে কোনো যানবাহনও ভিড়তে পারছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ