Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে লঞ্চের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পন্টুন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

লঞ্চের ধাক্কায় দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুর লঞ্চঘাটের একটি পল্টুন। বরিশালের ঘোষেরহাট থেকে ঢাকার সদরঘাটগামী নিউ সাব্বির-২ লঞ্চের ধাক্কায় গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রা বিরতিকালে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে পল্টুনে লোকজন না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চাঁদপুর লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহ আলম বলেন, রাতে সাব্বির-২ লঞ্চটি পল্টুনে আঘাত হানে। ড্রাইভারের অসতর্কতার কারণে এমনটি হয়ে থাকতে পারে। চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, লঞ্চটি ব্রেক ফেল করে পল্টুনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাটি রাতে হওয়ায় ওই সময় ঘাটে মানুষজন কম ছিল, তাই অন্য কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদেরও ক্ষয়ক্ষতি হয়নি। এতে নিচের ও উপরের অংশসহ পল্টুনের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই লঞ্চমালিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আজ শুক্রবার তাদের লোকজন এসে পল্টুন মেরামত করার ব্যবস্থা নেবে। আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করে দিলে হয়তো আইনগত ব্যবস্থার দিকে যাবো না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুরে লঞ্চের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পন্টুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ