Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে অতিরিক্ত ওজনে ডুবল ফেরির পন্টুন

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বিদ্যুতের অতিরিক্ত খুঁটি বোঝাই ট্রাক ফেরিতে ওঠার সময় বরিশাল-মুলাদী-হিজলা সড়কের মীরগঞ্জ ফেরিঘাটের মুলাদী প্রান্তে পন্টুন ও গ্যাংওয়ে নদীতে ডুবে গেছে। ট্রাকটির পেছনের অংশ পন্টুন ও গ্যাংওয়েসহ ডুবে গেলেও এর চালক ও হেল্পার অক্ষত রয়েছে।
গতকাল সকালে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকটি আড়িয়াল খাঁ নদ পাড়ি দিতে ফেরিতে বাবুগঞ্জ প্রান্ত থেকে মুলাদী প্রান্তে যায়। ফেরি থেকে ওঠার সময় ট্রাকের ওজনে পন্টুনটি ডুবে যায়। এতে ট্রাকটি অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। ১৬টি বিদ্যুৎ পোল বহনক্ষম ওই ট্রাকে ৪২টি খুঁটি ছিলো। দুর্ঘটনার পর থেকে বরিশাল-মীরগঞ্জ-মুলাদী-হিজলা সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ফেরির সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, খুঁটি বোঝাই ট্রাকটি ফেরি থেকে উঠে গ্যাংওয়ে পাড় হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে এসে পন্টুনে আটকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে ভেতরে পানি ঢুকে যায়। এ সময় ট্রাকের পেছনের অংশসহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আশিংক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেল্পার দ্রুত বের হয়ে পালিয়ে গেছে। ফেরি থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিন বন্ধ না হলে এ দুর্ঘটনা ঘটতো না বলে ফেরি চালকদের দাবি।
তবে বরিশাল ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ অতিরিক্ত মাল বোঝাই হওয়ায়ই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন। বিদ্যুতের খুঁটি অপসারণ করে ট্রাকটি উদ্ধারের পর ক্রেন দিয়ে ডুবে যাওয়া পন্টুন উদ্ধার করা হবে বলেও জানান তিনি। দ্রুত সময়ের মধ্যে সরাসরি যানবাহন চলাচল শুরুর জন্য ওই ঘাটের পাশে একটি বিকল্প গ্যাংওয়ে চালু করে পন্টুন প্রতিস্থাপনের কাজ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডুবল ফেরির পন্টুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ