Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাইসেন্স ইস্যুর তাগিদ পুঁজিবাজার বিশ্লেষণে

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজার বিশ্লেষণে লাইসেন্স ইস্যু করা দরকার। অন্যথায় যে কোনো কেউ বিশ্লেষক হিসেবে বাজার সম্পর্কে নানা মন্তব্য করছেন। এতে প্রভাব পড়ছে বাজারের সূচক ওঠানামায়। এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিশ্লেষকদের জন্য লাইসেন্স ইস্যু করা দরকার। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর মধ্যে অনুষ্ঠিত সভায় বক্তারা এ কথা বলেন। সভায় ডিএসইর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডার পরিচালকরা অংশগ্রহণ করেন। এ সময় ডিবিএর পরিচালনা পর্ষদ ও অ্যাডভাইজারি কমিটিও সভায় অংশ নেয়। জানা গেছে, সভায় বাজার পরিস্থিতি নিয়ে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে গুরুত্ব পেয়েছে শেয়ারবাজার বিশ্লেষকদের বিশ্লেষণ। যারা বাজার কখন উঠবে, কখন নামবে, কখন কত কোটি টাকার লেনদেন হবে ইত্যাদি বিষয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছেন। অথচ উন্নত দেশে বিশ্লেকষকদের লাইসেন্স নিতে হয়, পাশাপাশি তাদের কার্যক্রম তদারকি করা হয়। ফলে তারা বাজার নিয়ে কোনো প্রপাগান্ডা ছড়াতে পারেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্লেষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ