Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, কুমিল্লা উত্তর থেকে : বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা-১ আসনের দাউদকান্দি উপজেলা। এখানে আগামী ৪ জুন শনিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠান হবে। রাজনীতিতে গুরুত্বপূর্ণ দাউদকান্দি উপজেলা। এই প্রথম দলীয় প্রতীকে তৃণমূলের নির্বাচন হওয়ায় রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। আওয়ামী লীগ, বিএনপি ও আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের পদচারণায় এখানকার প্রত্যন্ত গ্রাম, হাটÑবাজার, মাঠÑঘাটসহ সর্বত্র নির্বাচনী ডামাঢোল বেজে উঠেছে। প্রার্থীরা নাওয়াÑখাওয়া ভুলে গভীর রাত পর্যন্ত গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে সাক্ষাত করছেন। এসব প্রার্থীদের নিয়ে ভোটাররা শেষ সময়ের হিসাবÑনিকাশ কষছেন, করছেন চুলচেরা বিশ্লেষণ। ফলে দিন দিন এখানকার ভোটের মাঠের দৃশ্যপট যেমন বদলে যাচ্ছে, বদলে যাচ্ছে ভোটের হিসাব-নিকাশও। মূলত এখানে আওয়ামী লীগ, বিএনপি ও আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে। এখানে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এমন শঙ্কা প্রকাশ করছেন ভোটাররা। তবে সুষ্ঠু নির্বাচন হলে ভোটের ফলাফল হবে এক রকম আর না হলে জোর যার মুল্লুুক তার ফলাফলে রূপ নিবে। সবমিলে এখানে এখন নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে অবস্থান করছে। গৌরীপুর ইউনিয়ন : এখানে উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি আবুল হাসেম সরকার (নৌকা) ও বর্তমান চেয়ারমান এবং উপজেলা বিএনপির সেক্রেটারি আবুল হাসেমের (ধানের শীষ) মধ্যে লড়াই হবে সমানে সমান। সুন্দলপুর ইউনিয়ন : এখানে মো. মাসুদ আলম (নৌকা), আরিফ মাহামুদ (ধানের শীষ) ও আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আসলাম মিয়াজী (আনারস)। প্রচারÑপ্রচারণায় ও ভোটে নৌকা মার্কার প্রার্থী মাসুদ আলম এগিয়ে আছেন। কারণ বিদ্রোহী আনারস মার্কার প্রার্থী আসলাম মিয়াজীর বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকা-ের অভিযোগ থাকায় এলাকার মানুষ তার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী আরিফ মাহামুদ গত দুই সপ্তাহ ধরে রাজধানীর একটি হাসপাতালে রহস্যজনক ভর্তি হয়েছেন। ফলে তার কর্মী সমর্থকরা হতাশ প্রকাশ করছেন। গোয়ালমারি ইউনিয়ন : জসিম হাসান (নৌকা), বিদ্রোহী স্বতন্ত্র নূরে আলম ভুলু (আনারস) ও আহম্মদ হোসেন তালুকদার (ধানের শীষ)। ধানের শীষ মার্কার প্রার্থী অজ্ঞাত কারণে প্রচারণা থেকে দূরে রয়েছেন । নৌকা মার্কার প্রার্থী দীর্ঘদিন এলাকা থেকে বিচ্ছিন্ন থাকায় জনসমর্থন তেমন একটা নেই। তার কর্মী সমর্থকরাও হতাশ। ফলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, সুশীল সমাজসহ নানা শ্রেণি পেশার মানুষ স্বতন্ত্র প্রার্থী নূরে আলম ভুলুর পক্ষে অবস্থান নিয়ে প্রচারণায় নেমেছে। ভুলুর সমর্থকরা বলছেন, তাদের প্রার্থী নূরে আলমের বিজয় নিশ্চিত-এমন আশাবাদ নিয়েই তারা মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ভোটে ও প্রচারণায় এগিয়ে রয়েছেন। জিংলাতুলি ইউনিয়ন : এখানে মনির হোসেন সরকার (নৌকা), মোস্তাক হোসেন খান (ধানের শীষ) ও আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনের (আনারস) মধ্যে লড়াই হবে। বিএনপি প্রার্থী প্রচারণায় গাঁ-ছাড়া ভাব, ফলে শেষমেশ মূল লড়াই হবে নৌকার মার্কার সাথে আনারস মার্কার। পাঁচগাছিয়া ইউনিয়ন : বিশিষ্ট সমাজ সেবক বর্তমান চেয়ারম্যান জামাল চৌধুরী (নৌকা) ও সাবেক চেয়ারম্যান শাহজাহান সরদারের (ধানের শীষ) মধ্যে লড়াই হবে। তবে শাহজাহান সরদারের এলাকায় বহু বদনাম রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সাথে তার কোন প্রকার যোগাযোগ ছিল না। ফলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ বর্তমান চেয়ারর্মান নৌকার মার্কার প্রার্থী জামাল চৌধুরীর পক্ষে অবস্থান নিয়েছে। তিনি ভোটে ও প্রচারণায় সুবিধাজনক অবস্থানে আছেন। বিটেশ্বর ইউনিয়ন : এখানে নৌকা মার্কার প্রার্থী জেবুন্নেছা ও ধানের শীষের প্রার্থী নুরুল আমিন মীরের সাথে তীব্র প্রতিযোগিতা হবে। ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন : জসিম প্রধান (নৌকা) ও হুমায়ুন কবিরের সাথে (ধানের শীষ) তুমুল লড়াই হবে। দাউদকান্দি উত্তর ইউনিয়ন : উপজেলা আওয়ামী লীগের একাংশের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম (নৌকা) ও মো. আব্দুস সাত্তার দেওয়ানের (ধানের শীষ) সাথে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এলাকার ক্লিন ইমেজের তরুণ ব্যক্তিত্ব আব্দুস সাত্তার দেওয়ানের আচার-আচরণে ও ব্যবহারে ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন। ভোটাররা বলছেন, সুষ্ঠু ভোট হলে তরুণ নেতা আব্দুস সাত্তার দেওয়ান বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। মারুকা ইউনিয়ন : খলিল তালুকদার (নৌকা) ও সামছুল হকের (ধানের শীষ) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। পদুয়া ইউনিয়ন : বাবুল (নৌকা) ও কামাল হোসেনের (ধানের শীষ) তুমুল লড়াই হবে। মোহাম্মদপুর ইউনিয়ন : দুলাল মিয়া (নৌকা) ও মজিবুর রহমানের (ধানের শীষ) সাথে প্রেিযাগিতা হবে। তবে এখানে ধানের শীষ মার্কার প্রার্থী প্রচারণায় ও ভোটে বহুদূর এগিয়ে আছেন। মালিগাঁও ইউনিয়ন : নুুরল ইসলাম (নৌকা) ও শাহজাহালের (ধানের শীষ) মধ্যে তুমুল লড়াই হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ