Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুর

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নুর রায় চৌধরির বয়স ২৮। একটি নামি সংবাদ সংস্থার জুনিয়র সংবাদদাতা সে। সংবাদ সংস্থাটির সম্পাদক শেখর দাশ (মনীশ চৌধরি) এনডিটিভির বিখ্যাত সাংবাদিক বরখা দত্তের মত হতে চায় সে। তবে সেরকম চাঞ্চল্যকর সংবাদ কাভার করার দায়িত্ব দেয়া হয় না তাকে। সারবস্তু বিহীন স্থানীয় সংবাদ নিয়ে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছে সে। একান্ত জীবনে তা দুই বন্ধুই তার জগত। এরা হল যারা পাটেল (শিবানী ডান্ডেকার) যে একজন ডিজে এবং সাদ (কান্নান গিল)। একজন স্বপ্নের পুরুষের অপেক্ষায় নুর এখনও কারও সঙ্গে প্রেম জড়ায়নি। হঠাৎ করেই অয়নাঙ্ক ব্যানার্জির (পুরব কোহলি) সঙ্গে নুরের পরিচয় হয়ে যায়। অয়নাঙ্ক একজন প্রাক্তন ওয়ার রিপোর্টার। দুজন একসঙ্গে ঘোরাফেরা করতে শুরু করে। নুর খুব সহজেই মিষ্টভাষী অয়নাঙ্কের প্রেমে পড়ে যায়। এরমধ্যে একদিন নুরের পরিচারিকা মালতী (স্মিতা তাম্বে) তার অগোচরে থাকা নুরের ভাইয়ের অসুস্থতার কথা তার কাছে প্রকাশ করে। ভাইয়ের অসুস্থতায় বিষয়টির গভীর জানতে চায় সে একজন সাংবাদিক হিসেবে। অনুসন্ধান করতে করতে সে এক ভয়ানক অপরাধ চক্রের কথা জানতে পারে। সে বিষয়টি নিয়ে আরও জানতে চায় পেশাগত কৌত‚হল থেকে। তার ক্যারিয়ারে এক সন্ধিক্ষণে এসে পৌঁছে। অমিত সম্ভাবনা দেখতে পায় সে। এমনই এক সময় সে যখন তার সামনে এক সুন্দর আর আকাক্সিক্ষত ভবিষ্যৎ দেখতে পাচ্ছে ঠিক তখনও সে বিশ্বাসঘাতকতার শিকার হয়। তাকে হুমকি দেয়া হয় ফোন করে। এই পরিস্থিতিতে তাকে কাজ থেকে সাময়িক ছুটি দেয়া হয়। কিন্তু নুর কি পিছিয়ে যাবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুর

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ