পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ভারত থেকে সাবধান হতে হবে, অন্যথায় জাতির দুর্ভোগ আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
‘বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীরোত্তম সংকলন’ এর প্রকাশনা উৎসব ও ওয়েবসাইটের শুভ উদ্বোধন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ নামের একটি সংগঠন। শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে ডা. জাফরুল্লাহ বলেন, তিনিই বুঝেছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারত থেকে সাবধান থাকতে হবে। বন্ধুত্ব থাকবে কিন্তু সাবধান না হলে আমার (বাংলাদেশের) স্বাধীনতা বিপন্ন হবে। কোনো নতজানু দিয়ে কাজ হবে না। তিনি একথাও বলেছিলেন- আমাদের ইতিহাস আমাদের লিখতে হবে। ভারতকে দায়িত্ব দেয়া যাবে না। কিন্তু এখন মনে হয় বাংলাদেশের স্বাধীনতা এনেছে ভারত। তাই একটি কথা স্পষ্ট- ভারত থেকে আমাদের সাবধান হতে হবে, অন্যথায় আমাদের দুর্ভোগ আছে।
তিনি বলেন, জিয়াউর রহমান এদেশে প্রথম নারী উন্নয়নে কমিশন গঠন করেছিলেন। তাছাড়া উনি যে গঠনতন্ত্র করেছেন সেখানে মহিলাদের বেশি করে স্থান দেয়ার কথা বলেছেন। কিন্তু আজকে খালেদা জিয়া শুধুমাত্র একজন মহিলা রেখেছেন দলের নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে। অর্থাৎ তিনি নিজে। তার মানে তিনি (খালেদা জিয়া) জিয়াউর রহমানের কথা শুনছেন না।
জিয়াউর রহমানকে জাতীয়তাবাদের প্রণেতা উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, জিয়া বাংলাদেশে জাতীয়তাবাদ তৈরি করেছিলেন। কিন্তু তার এ জাতীয়তাবাদ আমাদের দেশে যতটা না বিস্তার ঘটেছে তারচেয়ে বেশি বিস্তর ঘটেছে ভারতে। দেখুন আজকে কাশ্মীরে জাতীয়তাবাদের জন্য আন্দোলন শুরু হয়েছে। কিন্তু আপনারা (বিএনপি) জাতীয়তাবাদের জন্য কোনো কথা বলেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।