Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে বন্ধুত্বের নামে দাসখত লিখে দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী-গয়েশ্বর

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত বন্ধুত্ব প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়  বলেছেন, বন্ধুত্বের নামে দাসখত লেখে দিয়েছেন শেখ হাসিনা। সরিষা-ইলিশ খাইয়ে ভারতবাসীকে ভুলাতে গিয়ে নিজেই ভুলে গেছেন। আঁচল খুলে সব দিয়ে আসলেন, নিয়ে আসতে পারলেন না কিছুই। গতকাল বুধবার বিকালে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভারত তিস্তার পানি নিয়ে মশকরা করছে। তিস্তায় পানি  নেই। মমতা আজকে আবার বলেছেন আত্রাই নদীর ব্যারেজ খুলে দিতে। আজকে উজানের দেশ কিনা ভাটির দেশকে বলে আত্রাই নদীর বাঁধ ভেঙে দাও, আমাকে পানি দাও- এটা কোন আবদার।
আমি বলব, মমতা ব্যানার্জির এই আবদার বাংলাদেশের জন্য একটি মশকরা। আমি এর তীব্র প্রতিবাদ করি এবং মমতা ব্যানার্জিকে বলব, তিস্তার পানির চুক্তি বা পানি সরবরাহের ক্ষেত্রে আপনার বাধা প্রত্যাহার করুন।
গয়েশ্বর বলেন, মমতা ও মোদি সব একই। একজন আরেকজনকে ধইরা পাঠ করায়। অর্থাৎ দিল্লি বলে মমতারে তুমি বাধা দাও, তাহলে শেষ। কোনো প্রভিন্সের আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে বাধা দেয়ার ভারতের আইনগত ও সাংবিধানিক কোনো অধিকার নেই। সুতরাং খেলা রাম খেলে যা।
 ভারত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রদেশের অজুহাত দিয়ে বাংলাদেশের ন্যায্য পাওয়া, ন্যায্য অধিকার থেকে ভারত চিরায়ত অগ্রাহ্য করে আসছে, ভবিষ্যতেও করবে। সে কারণে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের অধিকার আদায় কীভাবে করব।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘আলমগীর হায়দার খান স্মৃতি সংসদ’ এর উদ্যোগে চাঁদপুরের সাবেক এমপি আলমগীর হায়দার খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে ব্যর্থ অভিহিত করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা ছোট  দেশ, আমরা সবকিছু উজাড় করে তাদেরকে দেব। তারা বড় দেশ আমাদের দিকে তাকাবে না।
দেশ ও দলের প্রতি মরহুম নেতা আলমগীর হায়দার খানের আনুগত্যতা এবং তার সাদাসিধে বর্ণাঢ্য জীবন তুলে ধরেন গয়েশ্বর চন্দ্র রায়।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোতাহার হোসেন পাটওয়ারী’র সভাপতিত্বে ও আহŸায়ক এসএম মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, মরহুম নেতার দুই মেয়ে ইশরাত হায়দার খান নিশি, মুশরাত হায়দার খান মৌ ও ছেলে নুসরাত হায়দার খান দ্বীপসহ চাঁদপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ