পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ অস্ট্র্রেলিয়ার হাইকমিশনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে অজ্ঞাত দুষ্কৃৃতকারীরা। চাঁদা না পেলে গুলশান-২ নম্বরে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে একটি অজ্ঞাত ই-মেইল থেকে পাঠানো বার্তায় এ হুমকি দেয়া হয়।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে পাঠানো ওই ই-মেইল বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়। ওসি আবু বক্কর সিদ্দিক আরো বলেন, হাইকমিশন কার্যালয়ে আগে থেকেই অতিরিক্ত নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল পাওয়া ই-মেইল বার্তার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা এবং কোন উদ্দেশ্যে ই-মেইলটি পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ই-মেইল পাঠানো আইডির মালিক সম্পর্কে খোঁজ নিচ্ছে পুলিশ।
এদিকে এ ঘটনার পর অস্ট্র্রেলিয়ার হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা এ ব্যাপারে গুলশান থানায় একটি সাধারণ ডাইরি দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।