পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনা ব্যুরো ঃ ভারতীয় ভিসা পাওয়া যাবে এক দিনেই। এ জন্য ভারতীয় সহকারী হাইকমিশনারের নতুন একটি শাখা খুলনায় করা হবে। আগামী মে মাস থেকেই এই কার্যক্রম চালু করা জন্য প্রস্তুতি চলছে। এ বিষয়ে ভারতীয় হাইকমিশন অফিস থেকে একটি চাহিদা পত্র পাঠানো হয়েছে। চাহিদা পত্রে একটি তিন তলা পুরো ভবন ভাড়া নেয়ার কথা বলা হয়েছে। ৯-১০ জন কর্মকর্তার জন্য পৃথক পৃথক রুম ও তাদের আবাসিক থাকার ব্যবস্থা সম্বলিত একটি বাসা ভাড়া নেয়ার জন্য বলা হয়েছে। স্থানীয়ভাবে নিরাপদ ও যোগাযোগের জন্য সহজ হয় এমন লোকেশনের একটি বাড়ির কথাও বলা হয়েছে।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি কাজী আমিনুল হক বলেন, এ লক্ষ্যে আগামী ৭ মে একটি প্রতিনিধি দল খুলনা আসছে। ইতোমধ্যে একটি পুরো ভবন ভাড়া নেয়ার জন্য খোঁজ শুরু করা হয়েছে। এখন খুলনা থেকে একজন সহকারী হাইকমিশনারের তত্ত¡াবধানে ভারতীয় ভিসা প্রদান করা হবে। এতে করে সকালে ভিসা আবেদন দিয়ে বিকেলেই পাওয়া যাবে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, যদি খুব শিগগিরই তাদের চাহিদা মতো একটি বাড়ি ভাড়া পাওয়া যায়। তবে মে মাস থেকেই ভারতীয় ভিসা দেয়া সম্ভব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।