Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্র্যাক ব্যাংক এবং পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চুক্তি স্বাক্ষর

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মিউচুয়াল ফান্ড ‘পেনিনসুলা সাধারণ বীমা কর্পোরেশন ইউনিট ফান্ড ওয়ান’ বিষয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের মধ্যে একটি কাস্টোডিয়াল চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির অধীনে, ব্র্যাক ব্যাংক লিমিটেড মিউচুয়াল ফান্ড পরিচালনার জন্য পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে কাস্টোডিয়াল সার্ভিস প্রদান করবে। ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এবং পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ব্র্যাক ব্যাংক লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টোডিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান মো. সেকান্দার-ই-আজম এবং পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের অ্যাসিস্টেন্ট ম্যানেজার- কম্পালাইন্স মো. তোফাজ্জল হোসাইনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্র্যাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ