Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে স্থলমাইন বিস্ফোরণে নিহত দশ

করাচিতে সেনা অভিযানে ৪ সন্ত্রাসীসহ ৫ জন নিহত

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের কুররাম এজেন্সি’র গোদার এলাকায় মঙ্গলবার স্থল মাইনের আঘাতে একটি যাত্রীবাহী ভ্যান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে ৮ জন। আহতদের মধ্যে দু’জন আদমশুমারির কাজে অংশগ্রহণকারী সদস্য রয়েছে। এদিকে, করাচির উর্দুবাজারে সোমবার রাতে আধা-সামরিক বাহিনীর এক অভিযানে ৪ সন্ত্রাসী ও একটি শিশু নিহত হয়েছে। সেখানে একজনকে গ্রেফতার করা হয়। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানায়, ভ্যানটি গোদার থেকে পারাছিনার সাদ্দায় যাওয়ার সময় ভ‚মি মাইনের আঘাতে বিধ্বস্ত হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারে করে আহতদের পেশওয়ারের সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক খবরে জানা যায়, এ হামলায় একজন নারী নিহত হয়েছে। আহতদের মধ্যে থেকে হাসপাতালে মারা যাওয়ার পর নিহতের সংখ্যা ১০-এ দাঁড়ায়। গত ১৫ মার্চ থেকে জাতীয় আদমশুমারির কাজ শুরু হওয়ার পর থেকে আদমশুমারিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনা ঘটে চলেছে। এর আগে লাহোরে এদের লক্ষ্য করে এক হামলায় ৭ জন নিহত হয়েছিল। এদের মধ্যে ৪ জন সেনাসদস্য, বিমানবাহিনীর এক কর্মচারী এবং দু’জন পথচারী ছিল। ওই হামলায় আহত হয়েছিল ১৮ জন। চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া ঘোষণা করেছেন, ৬ষ্ঠ জনসংখ্যা ও আবাসন গণনার কাজ যে কোনো মূল্যে সম্পন্ন করা হবে।ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ