Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হূমায়ুন আহমেদের চলচ্চিত্রের প্রদর্শনী

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শুরু হয়েছে হূমায়ুন আহমেদের পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। পাঁচ দিনে হূমায়ুন আহমেদের ১০টি সিনেমা প্রদর্শন করা হবে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আজ সকাল ১১টায় প্রদর্শিত হবে নন্দিত নরকে, ৩টায় দারুচিনি দ্বীপ, ২৬ এপ্রিল বেলা ১১টায় দূরত্ব, বিকেল ৩টায় শ্রাবণ মেঘের দিন, ২৯ এপ্রিল সকাল ১১টায় আগুনের পরশমনি, বিকাল ৩টায় দুই দুয়ারী এবং ৩০ এপ্রিল বেলা ১১টায় শ্যামল ছায়া ও বিকাল ৩টায় নয় নম্বর বিপদ সংকেত প্রদর্শিত হবে। আয়োজকরা জানিয়েছেন, আগে এলে আগে পাবেন ভিত্তিতে আসন লাভ করা যাবে। তবে জাদুঘরে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ