প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নন্দিত কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদের পুত্র নুহাশ হূমায়ুন ইতোমধ্যে নির্মাতা হিসেবে দক্ষতা দেখিয়েছেন। নাটক, শর্ট ফিল্মসহ অন্যান্য বিষয় নিয়ে কনটেন্ট নির্মাণ করেছেন। এবার তিনি ভৌতিক গল্পের কনটেন্ট নির্মাণ করেছেন। ওটিটি প্ল্যাটফর্ম চরকির উদ্যোগে ৪ পর্বের এই সিরিজের নাম ‘পেটকাটা ষ’। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে চরকি অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়েছে। চরকির অ্যান্থলজি সিরিজ এটি। এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ, মিষ্টি কিছু, লোকে বলে ও নিশির ডাক নামের পর্বগুলো মুক্তি পাবে এপ্রিল মাসের প্রত্যেক বৃহ¯পতিবার রাত ৭.৫৯ মিনিটে। নুহাশ বলেন, মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ‘ষ’ বলি। কেউ বাংলা ভাষা শিখলেই এই অক্ষরটাকে পেটকাটা ‘ষ’ বলেও চিনে। কোনো বাংলা বই বা কোথাও কিন্তু পেটকাটা ‘ষ’ লেখা নেই। খুব ভৌতিক ও অদ্ভুত নাম। কিন্তু কেমন করে যেনো লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে জিনিষটা পরিচিত হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছিল, এই ভূতের গল্পগুলোও একই রকম। কোথাও লেখা নেই। পুরোটা লোককথা। কিন্তু মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে। এই ভূতের গল্পগুলোকে আমার মতো করে আধুনিকভাবে উপস্থাপন করতে চেয়েছি। নুহাশ বলেন, কিছু বাংলা ভূতের গল্প আছে, যা আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে এক স্ক্রিন আনার সময় এসেছে। এই গল্পগুলো উপলব্ধি করার সময় এসেছে। পেটকাটা ষ-তে সেই ক্লাসিক গল্পগুলো নতুন করে উপস্থাপন করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।