Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হূমায়ুন আহমেদের দেবী নিয়ে সিনেমা নির্মাণের ক্ষেত্রে অনুমতি না নেয়া নিয়ে শিলা আহমেদের প্রশ্ন

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রখ্যাত ঔপন্যাসিক, কথাসাহিত্যিক এবং নির্মাতা হূমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস মিসির আলী সিরিজের দেবী নিয়ে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক অনম বিশ্বাস। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী জয়া আহসান। জয়ার এটি প্রথম প্রযোজিত সিনেমা। ইতোমধ্যে এর শূটিং স¤পন্ন হয়েছে বলে জানা গেছে। এখন চলছে স¤পাদনা-শব্দ মিশ্রণসহ অন্যান্য কাজ। সবকিছু ঠিক থাকলে এ বছরই সিনেমাটি মুক্তি পাবে। প্রশ্ন উঠেছে দেবী অবলম্বনে সিনেমাটি নির্মাণের ক্ষেত্রে লেখক বা তার উত্তরসূরীদের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে কিনা? এ নিয়ে হূমায়ুন আহমেদের মেয়ে শীলা আহমেদ তার এক ফেসবুক স্ট্যাটাসে প্রশ্ন তুলেছেন এবং এর যৌক্তিকতা নিয়েও কথা বলেছেন। শীলা আহমেদ লিখেছেন, খবরের কাগজে দেখলাম দেবী ইন্ডিয়াতে আগে মুক্তি পাচ্ছে! ইন্ডিয়া অথবা বাংলাদেশ, আগে অথবা পরে কোনো কিছুতেই আমার অবশ্য কিছু যায় আসে না। আমার জানতে ইচ্ছা করছে, কে দেবী বানানোর অনুমতি দিয়েছে? আমরা চার ভাইবোন দেইনি। আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া কীভাবে এই সিনেমা সরকারি অনুদান পেল? কীভাবে এটা বানানো হয়ে গেল? কীভাবে এটা মুক্তি পাচ্ছে? খুব দুঃখজনক হলেও এটা সত্যি যে, হূমায়ুন আহমেদের মৃত্যুর পর তার সব কিছুর উত্তরাধিকার তার স্ত্রী আর ছেলেমেয়েরা। সমাজের বিশিষ্ট মানুষদের খুব খারাপ লাগলেও কিছু করার নেই যে, আমরা চার ভাইবোনও হুমায়ূন আহমেদের ছেলেমেয়ে! আমরা টিভিতে যেয়ে হূমায়ুন আহমেদ-হূমায়ুন আহমেদ করছি না, বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে হূমায়ুন আহমেদকে নিয়ে বক্তব্য দিচ্ছি না, হূমায়ুন আহমেদের জন্মবার্ষিকী-মৃত্যুবার্ষিকীতে ফুল দিচ্ছি না দেখে ভাবার কোন কারণ নেই যে আমাদের আইনগত কোনো অধিকার নেই! আমাদের ১০০% আইনগত অধিকার আছে বাবার কোনো লেখা সিনেমা-নাটক-অনুবাদ হবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার এবং সমাজের বিশিষ্ট মানুষরা-আপনারা যদি হূমায়ুন আহমেদের লেখা নিয়ে নাটক সিনেমা বানান, আপনাদেরও ১০০% দায়িত্ব আছে হূমায়ুন আহমেদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারের অনুমতি নেয়া। যদি মনে হয় বিশিষ্ট ব্যক্তি বলে এতো ঝামেলা করতে পারবেন না, নাম না জানা প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারদের দ্বারে দ্বারে যাওয়া আপনাদের পক্ষে সম্ভব না, তাহলে এক বিয়ে করা কোনো লেখকের গল্প উপন্যাস থেকে নাটক সিনেমা বানান! সেইরকম খুঁজে পাওয়া তো খুব কঠিন কিছু না ভাই! শিলার এমন বক্তব্যের পর সিনেমাটির পরিচালক অনম বিশ্বাস জানিয়েছেন, এটি নিয়ে প্রযোজকের মন্তব্য নেয়াটাই ভালো হবে। অন্যদিকে প্রযোজক জয়া আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি এখন ভারতে শূটিংয়ে ব্যস্ত রয়েছেন। উল্লেখ্য, সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়াকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ