Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসডি রুবেলের অভিনয় ও পরিচালনায় সিনেমা বৃদ্ধাশ্রম

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: তিন বছর ধরে জনপ্রিয় কন্ঠশিল্পী এসডি রুবেল একটি চলচ্চিত্রের গল্প নিয়ে গবেষণা করছিলেন। সেই গল্প সরকারী অনুদান পায় ২০১৫-২০১৬’তে। চলচ্চিত্রের নাম ‘বৃদ্ধাশ্রম’। এর প্রযোজক হিসেবে আছেন লোরা তালুকদার এবং নির্মাতা হিসেবে আছেন স্বপন চৌধুরী। চলচ্চিত্রটির নির্মাণ কাজ গত বছর শুরু হলেও স্বপন চৌধুরী অসুস্থ থাকায় চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন রুবেল নিজে। সরকারী অনুদানের চল্লিশ লাখ টাকা চারটি ধাপে পাচ্ছেন চলচ্চিত্রটির প্রযোজক। ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করছেন এসডি রুবেল ও ববি। চলচ্চিত্রটিতে এসডি রুবেল একজন সমাজসেবক এবং ববি একজন সমাজকর্মীর ভূমিকায় অভিনয় করছেন। এরইমধ্যে চলচ্চিত্রটির সত্তরভাগের কাজ শেষ হয়েছে বলে জানান এসডি রুবেল। এর আগে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় শাবনূরের বিপরীতে ‘এভাবেই ভালোবাসা হয়’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এসডি রুবেল। তবে এবার শুধু অভিনয়ই নয় পরিচালনার সাথেও যুক্ত হয়েছেন রুবেল। রুবেল বলেন, ‘এর আগে আমি বিভিন্ন সময়ে ত্রিশটিরও বেশি সামাজিক সচেতনতামূলক বিজ্ঞাপন, ত্রিশটিরও বেশি ম্যাগাজিন অনুষ্ঠান, অসংখ্য মিউজিক ভিডিও নির্মাণ করেছি। তাই নির্মাণে আমার অভিজ্ঞতা আছে। তাছাড়া আমার প্রযোজনা সংস্থা থেকে নাটকও নির্মিত হয়েছে। আমাদের দেশে এখন সামাজিক গল্পের চলচ্চিত্র নির্মাণ প্রায় বন্ধই হয়ে গেছে। যে কারণে মনের তাগিদ থেকেই বৃদ্ধাশ্রম নিয়ে গল্প দাঁড় করিয়েছি। সরকারের কাছে কৃতজ্ঞ এমন একটি গল্পে চলচ্চিত্র নির্মাণে অনুদানের জন্য। তবে অনুদান আরো বাড়ানো উচিত। কারণ এখন আমাদের নিজেদের পকেট থেকেই চলচ্চিত্রটি শেষ করার জন্য অর্থ ব্যয় করতে হচ্ছে।’ চলচ্চিত্রটির কাহিনী বিন্যাস ও চিত্রনাট্য করেছেন কমল সরকার। এতে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘গল্পটি আগেই পড়েছি। বৃদ্ধাশ্রমে শুটিং করতে গিয়ে খুব খারাপ লেগেছিলো। এত কষ্ট করে বৃদ্ধাশ্রমে মা, বাবারা থাকেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না।’ উল্লেখ্য এসডি রুবেল সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাবার আগে কুমিল্লাতে ‘অনন্যা’ নাট্যদলের সাথে সম্পৃক্ত ছিলেন। টানা পাঁচ বছরেরও বেশি সময় তিনি অভিনয় করেছেন মঞ্চে। এসডি রুবেল জানান ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্রটি দ্রæত শেষ করে চলতি বছরেই মুক্তি দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ