প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী দীপা খন্দকার এখন অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। একসঙ্গে নাটক ও সিনেমা দুই মাধ্যমেই ব্যস্ত তিনি। ইতোমধ্যে একটানা শুটিং করে চারটি সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমাগুলো হচ্ছে শহীদ রায়হানের ‘মনোলোক’, কামরুজ্জামান রোমানের ‘মোনা’, মো: ইকবালের ‘রিভেঞ্জ’ ও সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’। সিনেমা’গুলোতে অভিনয়ের আগে দীপা খন্দকার নাটকের কাজ এবং বিজ্ঞাপনের কাজেই বেশি ব্যস্ত ছিলেন। সেই ব্যস্ততা থেকে সিডিউল সমন্বয় করে তিনি সিনোগুলোতে অভিনয় করেছেন। সিনেমাগুলোর শুটিং শেষে এখন নাটকে ব্যস্ত হয়ে উঠেছেন। ইতোমধ্যে নতুন দু’টি ধারাবাহিকের কাজ শেষ করেছেন। এগুলো প্রচারও শুরু হয়েছে। মীর সাব্বিরের রচনায় ও পরিচালনায় বিটিভিতে শুরু হয়েছে ২৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বিদেশী ছেলে’। বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে ইসমত আরা শান্তি পরিচালিত ‘মেঘবেলা’ ধারাবাহিক। এছাতড়া বাংলাভিশনে চলছে তার অভিনীত নিমা রহমান পরিচালিত ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ সিজন টু’। দীপা খন্দকার তার ব্যস্ততা নিয়ে বলেন, নতুন চারটি সিনেমার সবগুলোর ডাবিং-এর কাজ শেষ করেছি। মনোলোক, মোনা, পায়ের ছাপ, রিভেঞ্জ-প্রত্যেকটি সিনেমার গল্প সুন্দর। এই সময়ে এসে সিনেমার ধারায় যে একটা পরিবর্তন এসেছে, সেই ধারারই গল্প নিয়ে সিনেমাগুলো নির্মিত হয়েছে। কাজ করেও বেশ ভাল লেগেছে। আমি সিনেমাগুলোর মুক্তির প্রতীক্ষায় আছি। দীপা অভিনয়ে ব্যস্ত থাকলেও পরিবারকে সময় দিতে ভুল করেন না। স্বামী শাহেদ আলী ও দুই ছেলে-মেয়ে নিয়ে তার সুখের সংসার। কাজের পর দীপা আর কোথাও সময় কাটান না। কাজ শেষে বাসায় ফিরে আসেন। দীপা বলেন, পেশাগতভাবে আমি অভিনেত্রী। তবে কাজের চেয়ে অবশ্যই পরিবার গুরুত্বপূর্ণ। পরিবারকে ঠিকঠাকভাবে সময় দিয়েই কাজ করে যেতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।