প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : জিয়াউদ্দিন আলমের পরিচালনায় দিতি অভিনীত শেষ নাটক ‘লুকোচুরি’। নাটকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন। প্রচার হবে আজ ২৪ এপ্রিল রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে। দিতি অসুস্থ হওয়ার আগে ‘লুকোচুরি’ নাটকটি নির্মিত হয়েছে। ‘লুকোচুরি’ নাটকে প্রথমবারের মতো দিতি, রওনক হাসান ও অপর্ণা ঘোষ একসাথে অভিনয় করেছেন। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তানভীর মাসুদ। ‘লুকোচুরি’ একটি প্রচলিত পারিবারিক গল্পের খুনসুটিরই উপস্থাপন। নাটকের গল্পে দিতি অপর্ণার মায়ের চরিত্রে অভিনয় করছেন। সম্পর্কের বন্ধনে জড়িয়ে পড়ে রওনক হাসানের সাথে। এগিয়ে যায় নাটকের গল্প। নাটকের শুটিং হয়েছে চিত্রনায়িকা দিতির গুলশানে নিজের বাড়িতে। নাটকটি প্রযোজনা করেছে বিজ্ঞাপনী সংস্থা টপ অব মাইন্ড। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে পূর্বা এসে মায়ের বাসায় হাজির। সে আর সংসার করবে না। কোনোভাবেই না। মেয়ের কথা শুনে মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। মেয়ে বলে কি! নিজের পছন্দে বিয়ে করে এখন এসব কী বলছে? মেয়েকে অনেকভাবেই বোঝায় মা। কিন্তু পূর্বা তার সিদ্ধান্তে অনড়। সে ফিরবে না, সংসারও করবে না। ডিভোর্স দেবে। এটাই পূর্বার ফাইনাল ডিসিশন। মা মেয়ের হাজবেন্ডকে ফোন করে। তারও একই ডিসিশনÑ পূর্বার সঙ্গে সে সংসার করবে না। তাই মায়ের কান্নাকাটি ছাড়া আর কিছু করার থাকে না। এই যখন পরিস্থিতি তখন পূর্বার মন খারাপ থাকার কথা। কিন্তু তার মন একটুও খারাপ না। বরং যথেষ্ট ভালো। উচ্ছল-উজ্জ্বল তরুণী হয়ে যায় সে। এখানেই শেষ নয়। তার একজন বয়ফ্রেন্ডও আছে। নাম সাইফ। ফোন করে তার সঙ্গে ডেট ফিক্সড করে। দুজনে দেখা করে। মুক্ত পাখির মতো ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। খুবই মধুর সম্পর্ক দুজনের। সাইফও বিবাহিত। স্ত্রীকে ডিভোর্স দিতে চায়। কারণ সেও স্ত্রীর ওপর চরম বিরক্ত। তারা ডিসিশন নেয়, বাসা থেকে পালিয়ে বিয়ে করবে। লাইফটাকে এনজয়অ্যাবল করার ইচ্ছে নিয়ে বাসায় ফেরে তারা। এদিকে মায়ের অবস্থা খারাপ। মেয়ের চিন্তায় তার খাওয়া-দাওয়া বন্ধ। মায়ের বাসায় নতুন হাজবেন্ডকে নিয়ে আসে পূর্বা। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।