Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিবের ফেসবুক পেজ থেকে দিতির মৃত্যু সংবাদ ছড়ানো হয়

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত বুধবার হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গনে ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা দিতির মৃত্যুর খবর। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তবে পরবর্তীতে জানা যায়, দিতি মারা যাননি। কে বা কারা এ গুজবটি ছড়িয়েছে। পরবর্তীতে জানা যায়, চিত্রনায়ক শাকিবের ভেরিফাইড ফেসবুক থেকে এ খবরটি ছড়ানো হয়। সেখানে দিতির আত্মার মাগফিরাত কামনা করে একটি পোস্ট দেয়া হয় এবং শোকবার্তা প্রকাশ করা হয়। পরবর্তীতে খবরটি অসত্য বলে পুনরায় পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করা হয়। এতে শাকিবের প্রতি চলচ্চিত্রাঙ্গনের লোকজনের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এরকম দায়িত্ব-জ্ঞানহীন সংবাদ একজন নায়কের পেজ থেকে কিভাবে ছড়ানো হলো, এ নিয়ে তারা প্রশ্ন তোলেন। তারা শাকিবের এ অপকর্মের তীব্র নিন্দা জানান। উল্লেখ্য, দিতি এখন ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা খুব বেশি ভালন নয়। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।



 

Show all comments
  • Srodha khan ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ৭:০৮ এএম says : 1
    Shakib vaiyer facebook ide r name ki ami shakib vaiyer akjon vokta
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিবের ফেসবুক পেজ থেকে দিতির মৃত্যু সংবাদ ছড়ানো হয়
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ