প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালকদের নিয়ে চিত্রনায়ক শাকিব বেফাঁস মন্তব্য করায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ক্ষোভ প্রকাশ করেছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সমিতি। মামলার প্রস্তুতিও নেয়ার কথা জানিয়েছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। উকিল নোটিশ পাঠানোর পর তাকে সাত দিন সময় দেয়া হবে এর সদুত্তোর দেয়ার জন্য। তার উত্তর সন্তোষজনক না হলে মামলা করা হবে। গত ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারের এক অংশে শাকিব চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও শিল্পীদের হেয় করে কথা বলেন। শাকিব বলেন, এখন যেহেতু বেশি চলচ্চিত্র হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন? শাকিবের এই বক্তব্যের প্রেক্ষিতে বদিউল আলম খোকন বলেন, শাকিব খানের কাছে এমন মন্তব্য আশা করিনি। পরিচালকরাই সুপারস্টার তৈরি করেন। আজ যে শাকিব তাকে পরিচালকরাই বানিয়েছেন। সেটা শাকিব ভুলে গেছেন। তিনি তার অতীত ভুলে গেছেন। খোকন বলেন, আমাদের ছোট করে কথা বলছেন তিনি। এটা কিছুতেই মেনে নিচ্ছি না আমরা। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার বিরুদ্ধে মানহানির মামলা করবো। এর আগে শাকিবের কাছে উকিল নোটিশ পাঠানো হচ্ছে। প্রতিক্রিয়ায় শাকিব বলেছেন, আমার দৃষ্টিকোণ থেকে আমি ঠিক কথা বলেছি। পরিচালক সমিতি আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে, আইনের মাধ্যমেই বিষয়টি নিয়ে কথা বলবো। এখন কিছু বলতে চাচ্ছি না। তার আগে উকিল নোটিশ হাতে পাই, তারপর কথা বলবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।