Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৮ ওয়ার্ডের মেয়র কাপ ফুটবল শুরু

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ৩৮টি ওয়ার্ডের অংশগ্রহণের মধ্যদিয়ে মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। পূর্ব মাদারবাড়ি ও উত্তর পাঠানটুলীর মধ্যেকার উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। উত্তর পাঠানটুলীর আবদুল কাদের ও পূর্ব মাদারবাড়ির সাজু গোল করে। দু’দলের মধ্যেকার প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এ ম্যাচটিতে খেলার ১৩ মিনিটে আবদুল কাদেরের দেয়া গোলে উত্তর পাঠানটুলী এগিয়ে যায়। ৬২ মিনিটে সাজু গোল করে খেলাটি সমতায় নিয়ে আসে। এরপর উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেললেও কেউ গোলের ঠিকানা খুঁজে না পাওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে। এর আগে লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এবারের মেয়র গোল্ডকাপ আন্তঃ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৩ লাখ টাকা এবং রানার্স আপ ২ লাখ টাকা পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ