Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের হল বুকিং করলেন জিৎ!

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশে এসে হল বুকিং করলেন কলকাতার নায়ক জিৎ। নিজের প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার সিনেমা বস ২-তে অভিনয় করছেন জিৎ। আগামী ঈদে সিনেমাটি মুক্তি দেয়া হবে। এ উপলক্ষে আগাম হল বুকিং শুরু হয়েছে। এ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন জিৎ। এ ধরনের ঘটনা বাংলাদেশে এই প্রথম ঘটল। সাধারণত যে দেশে সিনেমা মুক্তি পাবে সে দেশের প্রযোজনা সংস্থা হল বুকিং করে। এর ব্যতিক্রম ঘটালেন জিৎ। বস ২-এর শুটিংয়ের জন্য সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন তিনি। শুটিং শেষে জাজের অফিসে এসে হল মালিক ও বুকিং এজেন্টদের সাথে নিজেই হল বুকিং করেন। তার বুকিং তালিকায় আছে বলাকা, মুধমিতা, চিত্রামহল, মণিহার, ছায়াবাণী, উপহারসহ দেশের বড় বড় প্রায় ২৫টি সিনেমা হল। যৌথ প্রযোজনায় নির্মিাণাধীন বস-২ পরিচালনা করছেন কলকাতার পরিচালক বাবা যাদব। ইতোমধ্যে ভারত ও থাইল্যান্ডে সিনেমাটির চিত্রায়ন হয়েছে। এতে জিতের বিপরীতে অভিনয় করছেন ঢাকার নুসরাত ফারিয়া ও কলকাতার শুভশ্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ