Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ প্রেসিডেন্টের আগমনকে ঘিরে উৎসবের আমেজ

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

এস.এম হুমায়ুন কবীর, ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : আজ বুধবার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমার্বতন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো: আবদুল হামিদ। প্রথম সমাবর্তনকে ঘিরে চলছে সর্বত্রই উৎসবের আমেজ, সজ্জিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত সেই চিরচেনা ক্যাম্পাস। প্রথম সমাবর্তনের ঘোষণা আসার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে উৎসবের উদ্দীপনা সব মিলিয়ে চারদিকে উৎসবমুখর পরিবেশ।
বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহিদুল কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ১৩’শ ৯৯জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ নম্বরধারী ২৯ জন শিক্ষার্থীকে ৩২টি স্বর্ণপদক দেয়া হবে।
সমাবর্তন অনুষ্ঠানটি হবে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন পুরাতন খেলার মাঠে। ইতোমধ্যেই শেষ হয়েছে মঞ্চ, প্যান্ডেল ও দুটি হেলিপ্যাড নির্মাণের কাজ। কেন্দ্রীয় খেলার মাঠে হেলিপ্যাডেই প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করবে। এদিকে প্রেসিডেন্ট আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিশ^বিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান বেলা ২টা ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হবে ৪টা ৩০মিনিটে। পরে বিকেলে সমাবর্তন অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।
উল্লেখ্য, ২০০৬ সালের ৯মে’, দুখু মিয়ার স্মৃতিবিজড়িত ময়মনসিংহ শহরের অদূরে ত্রিশালে প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এ শিক্ষালয়টি দেখতে দেখতে ১১ বছরে পা রাখল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর আগামী ১৯ এপ্রিল’২০১৭ইং প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ