Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৮৩৬ জনকে পদায়ন

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ৩৫তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া ৮৩৬ জনকে লেকচারার হিসেবে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে সরকার। এসব কর্মকর্তাকে পদায়ন করে গতকাল (মঙ্গলবার) এক আদেশে শিক্ষা মন্ত্রণালয় বলছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ২মে সকাল ৯টায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে হবে। কোনো কর্মকর্তা নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং নিয়োগ ও পদায়ন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পাওয়া লেকচারারদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে জানিয়ে আদেশে বলা হয়, শিক্ষানবিশকালে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ ও সরকারি কর্মকমিশনের পরামর্শ (পিএসসি) ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩৫

১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ