বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় ফাঁসি, যাবজ্জীবন কারাদন্ড, ২০ লাখ টাকা জরিমানার প্রতিবাদ ও মহাসড়কে ৩ চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূিচ পালন করা হয়। মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও উপজেলার সকল শ্রমিক অংশ নেন। এ সময় সড়ক দুর্ঘটনায় ফাঁসি, যাবজ্জীবন কারাদন্ড, ২০ লাখ টাকা জরিমানার প্রতিবাদ ও মহাসড়কে ৩ চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সরকারের সজাগ দৃষ্টির আহ্বান জানান। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় কারাদন্ড ও অর্থদন্ড কমিয়ে আনতে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখেন। শ্রমিকদের দাবি পূরণ না হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা ।
মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইকসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচলে দুর্ঘটনা বেড়েই চলছে। এই তিন চাকার যান মহাসড়কে বন্ধ করে দুর্ঘটনা কমিয়ে আনতে প্রশাসনকে কার্যকরী ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফায়েজুল শরীফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চুন্নু, সহকারী লাইন সেক্রেটারী রেজাউল শরীফ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।