Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন

মাদারীপুর থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ৮:৩৫ পিএম | আপডেট : ১২:০৫ এএম, ২৭ জানুয়ারি, ২০২২

আজ বুধবার মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সিনিয়র আইনজীবী এমদাদুল হক খান সভাপতি এবং গোলাম কিবরিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে এডভোকেট সৈয়দ নুরুজ্জামান রিন্টু এবং আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে ভোটে নির্বাচিত অন্যান্যরা হচ্ছে: যুগ্ন সাধারন সম্পাদক পদে এডভোকেট সাইদুর রহমান, মহরার সম্পাদক পদে মো: হানিফ বেপারী ,লাইব্রেরী সম্পাদক পদে মো: মফিজুর রহমান ও কার্যকরী সদস্য পদে বদরুন নাহার কলি, তানভির আহম্মেদ তুহিন,রুবিনা আক্তার আজিজুল হক মুকুল মো: এমদাদুল হক মিলন।

মোট ২৭৮ ভোটারের মধ্যে ২৭৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করে।

নির্বাচন কমিশনার এডভোকেট মো: ফোরহাদুল ইসলাম জানান, বিকেল ৪টায় ভোট গ্রহণের পর টানা ৩ ঘন্টা ভোট গণনার পর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুর

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ