বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের এক চাইনিজ সার্ভে ইঞ্জিনিয়ার ডাবল কেবিন পিকআপ ও ড্রাম ট্রাক সংর্ঘষে নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৪ জন। ঘটনাটি মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর দৌলতপুর বাঁচামারা ব্রীজের কাছে হাইওয়ে এ·প্রেসওয়ের সার্ভিস লেনে ঘটেছে।
নিহত চীনা নাগরিক সাংবিন (৩১) পদ্মা সেতু রেল প্রকল্পের ডিভিশন-২ এর ৪ নম্বর ইউনিটে সার্ভে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী।
স্থানীয়দের বরাতে আব্দুল্লাহেল বাকী জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা থেকে ঢাকাগামী পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের ডাবল পিকআপ গাড়ি শিবচর উপজেলার দৌলতপুর বাঁচামারা ব্রীজের কাছে হাইওয়ে এ·প্রেসওয়ের সার্ভিস লেনে একটি বালুবাহী ড্রামট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংর্ঘষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে চীনা সার্ভে ইঞ্জিনিয়ার সাংবিনসহ ৫ জন আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে সার্ভে ইঞ্জিনিয়ার সাংবিন মারা যান। এঘটনায় আরো এক জনের অবস্থা গুরুতর বলে জেনেছি।
তিনি আরো বলেন, ‘এই ঘটনায় বালুবোঝাই ট্রাকটি আটক করা যায়নি। ট্রাকের নাম্বার প্লেটও জানা নেই। তবে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে। যদি সনাক্ত করা যায়, তাহলে দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভাব হবে।’ তবে এঘটনায় পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের কারো সাথে কথা বলা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।