Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুদের বিচার শিশু আদালতে হতে হবে কাজী রিয়াজুল হক

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : শিশুদের বিচার শিশু আদালতে হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
তিনি বলেছেন, ‘শিশুদের অপরাধ অনুযায়ী ও বয়সভিত্তিক শ্রেণী বিন্যাস করে আলাদা আলাদা করে রাখতে হবে। ১৯৭৪ সালের এবং ২০১৩ সালের আইন অনুযায়ী শিশুদের বিচার শিশু আদালতে হতে হবে। শিশুদের জন্য আলাদা চার্জশিটের ব্যবস্থা নিতে হবে। সেই চার্জশিট বড়দের থেকে আলাদা হবে।’
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ সব কথা বলেন। বিভিন্ন অপরাধে অভিযুক্ত যে সব শিশুকে কিশোর আদালত উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে, সেই সব শিশুকে এ কেন্দ্রে রাখা হয়।
তিনি আরো বলেন, আমরা চাই, বাচ্চাদের যাতে অপরাধ জগতের সঙ্গে পরিচয় না ঘটে। বাচ্চারা যাতে তার বাবা-মায়ের সঙ্গে থাকে। বাচ্চারা কোনো অপরাধ করলে তাদের জেলে না নিয়ে, শিশু উন্নয়ন কেন্দ্রে বা কিশোর সংশোধন কেন্দ্রে না পাঠিয়ে, তাদের তার পরিবারের কাছে সোপর্দ করে দেওয়া, পরিবার যদি না পাওয়া যায় তবে সোসাইটির কারো কাছে সোপর্দ করা অথবা সরকারের যে সব সদন আছে, সেই সমস্ত জায়গায় তাদের নিতে হবে। অপরাধীদের সঙ্গে বাচ্চাদের যোগাযোগ থাকা ঠিক না।’
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে অবস্থান করা শিশুদের সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এখন এখানে ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করানো হয়। আমরা মনে করি এই লেখাপড়া এইচএসসি পর্যন্ত হওয়া উচিৎ। কারণ ১৮ বছর পর্যন্ত সবাই শিশু। এ বয়সে মানুষ এইচএসসি পাস করে।’
তিনি বলেন, ‘এদের বিভিন্ন ট্রেডে সময়োপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যখন এদের মামলা নিষ্পতি হয়ে যাবে, সাজা শেষ হয়ে যাবে, সে যেন একটা মানুষ হয়ে বাইরে যেতে পারে। দেশের সে সম্পদ হয়ে যাবে। সে বিদেশেও কাজ করতে পারবে।’
এ সময় চেয়ারম্যানের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইমান আলী, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ) মো. শরিফ উদ্দিন, সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শংকর শরণ সাহা, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্বাবধায়ক মো. শাহ জাহান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ