Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক আসর

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই বাংলার শিল্পী ও কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে সাহিত্য ও সাংস্কৃতিক আসরের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বরেণ্য কবি আল মুজাহিদী, কলকাতার জনপ্রিয় কবি বরুণ চক্রবর্তী, নৃত্য পরিচালক শর্মিলা বসুসহ দুই বাংলার জনপ্রিয় কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ। প্রধান অতিথি বলেন, পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটিতে বাংলা নববর্ষ পালন করা হয়। নববর্ষ উদযাপন বাঙালির কাছে সর্বজনীন লোক উৎসব। বৈশাখ আসে নতুনের বার্তা নিয়ে, বৈশাখ আসে নবজীবনের রঙ নিয়ে। কবি আল মুজাহিদী বলেন, বাংলা নববর্ষ উদযপান উপলক্ষে দুই বাংলার সাংস্কৃতিক কর্মীদেরকে এক মঞ্চে একত্রিত করার এই প্রয়াসকে স্বাগত জানাই। বাংলাদেশ ও কলকাতার শিল্পী সাহিত্যিকবৃন্দসহ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া

১৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ