Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে তিন মানবপাচারকারী আটক

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থেকে নারীপাচারকারী চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৯। আটকৃতরা হচ্ছেন, নোয়াখালির চরজব্বর থানার চরবাটা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো. জাকির হোসেন (৩৫), সিলেটের কানাইঘাট থানার দলইমাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. এখলাছুর রহমান (২৭), ওসমানীনগর থানার থানাগাঁও গ্রামের আব্দুল কাদের চেরাক আলীর ছেলে মো. সোলেমান আলী (২৯)। বর্তমানে তারা সবাই দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের মো. আতাউর রহমানের বাসা থেকে দুই নারী ভিকটিমকে উদ্ধারও করা হয়েছে। উদ্ধারকৃতরা হলেন স্বর্ণা আক্তার দোলা ও আকলিমা আক্তার (১৮)। আটককৃতরা জানিয়েছে, লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে মানবপাচার ও পতিতাবৃত্তির উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে সহজ সরল কিশোরী ও নারীদের ভালো চাকুরি ও বিদেশে পাঠানোর নাম করে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে নিয়ে আসে। তারপর তাদের আটক রেখে যৌন নিপীড়ন করে। এছাড়া তারা ঐ নারীদের পতিতালয়ে বিক্রি করে বলে আসামিরা জানিয়েছে বলে র‌্যাবের প্রেসনোটের মাধ্যমে জানানো হয়েছে। আসামিদের এবং উদ্ধারকৃত নারী ভিকটিমদ্বয়কে এসএমপির মোগলাবাজার থানার হস্তান্তর করা হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-৯, সদর কোম্পানী ক্যাম্পের সিনিয়র এএসপি মো. আনোয়ার হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ