নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : ধলেশ্বরী নদী থেকে ৪০ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল আটক করেছে পাগলা কোস্ট গার্ড। গতকাল (সোমবার) সকাল সাড়ে ১০টায় নদীর তীরবর্তী মিরেরশ্বরাই এলাকায় পেটি অফিসার মোঃ আলী ফরহাদের নেতৃতে এ জাল আটক করা হয়। পরবর্তীতে আটককৃত অবৈধ কারেন্ট জালগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক শাহজাহান আনিসুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত কারেন্ট জাল অদ্য বেলা ১টায় মুন্সিগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান খোন্দকারের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে।