Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়াতে পারবে আবাহনী?

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : শেষ পর্যন্ত নিজেদের ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফকে ছাড়াই বেঙ্গালুরু এফসির বিপক্ষে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডকে। ভিসা জটিলতায় সামাদ দলের সঙ্গে ভারত যেতে পারেননি। ফলে তাকে রেখেই এএফসি কাপের ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে রোববার সকালে ঢাকা ছাড়ে আবাহনী। তাই ভিসা পেতে গতকাল সারাদিন ভারতীয় দূতাবাসে অপেক্ষায় থাকতে হয় সামাদ ইউসুফকে। কিন্তু দিন শেষে খালি হাতেই ফিরেছেন তিনি। আর এমন অবস্থায় ঘানার এই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে দলের বাইরে রেখেই আজ স্বাগতিক ব্যাঙ্গালুরু এফসির মুখোমুখী হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাবা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
ভিসা জটিলতায় সামাদ বেঙ্গালুরু যেতে না পারলেও দলের সঙ্গে গেছেন আবাহনীর দুই বিদেশি ফরোয়ার্ড ইংলিশ জোনাথন এবং নাইজেরিয়ান এমেকা ডার্লিংটন। এদের নিয়েই সেরা একাদশ সাজাতে হবে আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা আরেক ইংলিশ ফরোয়ার্ড লি টাককে পায়নি আকাশী-হলুদ শিবির। তাকে না পাওয়ার হতাশাও ছিল মামিচের মধ্যে। তারপরও ভালো খেলার প্রতিশ্রæতি তার।
টানা দু’হার নিয়ে এএফসি কাপে ব্যাকফুটে রয়েছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে ২-০ গোলের হার দিয়ে যাত্রা শুরু তাদের। কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে পরের অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক মোহনবাগানের কাছেও জুটেছে ৩-১ গোলের হার। টুর্নামেন্টে টানা দু’হারের পর তৃতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে আবাহনী? দল ঢাকা ছাড়ার আগে ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু অবশ্য সে প্রত্যাশাই করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনী

১০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ