বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি ড. মোহাম্মদ আবুল মনছুর বলেছেন, শিক্ষক-অভিভাবকের যুগপৎ প্রচেষ্ঠায় সন্তান হবে সুশিক্ষিত, দেশের আদর্শ নাগরিক ও দক্ষ মানব সম্পদ। আর এজন্যে শিক্ষকদের যেমন আন্তরিক হতে হবে তেমনি অভিভাবকদের সচেতন হতে হবে।
তিনি গত ১৬ এপ্রিল এশিয়াখ্যাত কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসা চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে অভিভাবক সমাবেশে উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সভাপতির বক্তব্যে মাদ্রাসা পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া বলেন, কাগতিয়া মাদ্রাসার রয়েছে সুখ্যাতি। আর এ সুখ্যাতি ধরে রাখতে মাদ্রাসা অধ্যক্ষ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী খুব কঠোর। এজন্যে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তার আন্তরিকতার কোনো কমতি নেই।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আল-ফজল মুনিরী গাউছুল আজম ট্রাস্টের সহ-সভাপতি হযরতুলহাজ আল্লামা ছৈয়্যদ মোহাম্মদ সোলায়মান তালুকদার। প্রধান আলোচক ছিলেন মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান।
এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, আলহাজ মুহাম্মদ সহিদুল করিম চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ শহিদুল ইসলাম, অধ্যাপক অলি আহাদ, কে এম নোমান। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ তসলিম উদ্দীন ও মোহাম্মদ গিয়াস উদ্দিন।
মিলাদ ও কিয়াম শেষে কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম (রহ:) এর নেক্ নজর ও ফুয়ুজাতের বদৌলতে মাদ্রাসার সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।