বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : আজ জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের উপ-নির্বাচনের ভোট গ্রহণ। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী পুরো এলাকা নিñিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন, নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন করতে নয়টি ভোট কেন্দ্রর ৪২টি বুথে ৯ জন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ৪২ জন, পুলিং ৮৪ জন, দুটি ষ্ট্রাইকিং ফোর্সসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে ৫০ জন পুলিশ, ১৭২ জন আনসার সদস্য ও বিজিবি সহ বিপুল সংখ্যাক গোয়েন্দা সংস্থার লোকজনকে মোতায়ন করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম চৌধুরী পানু ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুস সাত্তার আশাবাদী। উপ-নির্বাচনে ১৫ হাজার ৯শ ৭২ জন ভোটার তাদের ভোটাধিকার করে কাংখিত জনপ্রতিনিধি বেছে নিবেন। ভোট যুদ্ধে রয়েছেন নৌকা প্রতীকে সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম চৌধুরী পানু। কে হাসবেন শেষ হাসি তা নিয়ে ভোটারদের মনে জল্পনা কল্পনার শেষ নেই। দুই প্রার্থীই হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।