Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ফুলছড়ির ২ ইউপিতে উপ-নির্বাচন : প্রস্তুতি সম্পন্ন সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়িতে উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও উদাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন রোববার অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারে এজন্য দুই ইউনিয়নের সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানিয়েছেন, সবগুলো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের নেতৃত্বে ৩ জন ম্যাজিস্ট্রেট, ৩০ জনের ১ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র‌্যাব ছাড়াও প্রতি কেন্দ্রে দুই অফিসারের নেতৃত্বে ২২ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। উড়িয়া ও উদাখালী ইউনিয়নের ১০টি কেন্দ্রের ১০ জন প্রিজাইডিং অফিসার, ৪৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৪ জন পোলিং অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। উড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর গোলাম মোস্তফা কামাল পাশা (নৌকা), জাতীয় পার্টির (এ) মনোনীত প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার (আনারস), মোসলেম উদ্দিন মাসুম (চশমা), সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন সরকার (ঘোড়া) প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১৬৭৫, এর মধ্যে পুরুষ ৫৭৫৬ জন, মহিলা ৫৯১৯ জন, চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভোট গ্রহণ কক্ষ (পোলিং বুথ) ৪০টি। উদাখালী ইউনিয়নে পরিষদের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ফজলুল মিয়া (তালা), আজিম উদ্দিন (মোরগ), আব্দুল জলিল সরকার (ফুটবল), আজিলুর রহমান (আপেল) ও কাপাসি রাণী বর্মণ (টিউবওয়েল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ২১৯২, এর মধ্যে পুরুষ ১০৯৯ জন, মহিলা ১০৯৩ জন, ভোট গ্রহণ কক্ষ (পোলিং বুথ) ৭টি। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয় ও থানা অফিসার ইনচার্জ আব্দুল খালেক ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা নির্বাচনের বিভিন্ন দিক সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ

৭ মার্চ, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ