Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে কঠোর নিরাপত্তায় বর্ষবরণ

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : আপামর বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সারাদেশের মতো সিলেটেও প্রাণের উৎসবে মাতোয়ারা ছিল মানুষ। পুরনো দিনের গøানি ভুলে শিকড়ের উৎসবকে বরণ করা হয়েছে সিলেট জুড়ে। বাঙালির আবহমান সংস্কৃতির এই উৎসবকে নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন করতে কঠোর নিরাপত্তামূলক করেছিল সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নিরাপত্তা রক্ষায় মাঠে কাজ করে প্রায় দুই হাজার র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সদস্য।
সিলেট মহানগর পুলিশ সূত্র জানায়, পহেলা বৈশাখকে ঘিরে গোটা পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়ে কাজ করে। মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানমালাকে ঘিরে বিশেষ পরিকল্পনা হাতে নিয়ে মাঠে কাজ করে এসএমপি। নিরাপত্তার ব্যাপারে সামান্যতম ছাড় দিতেও নারাজ এসএমপি।
নগরীর বিভিন্ন অনুষ্ঠান স্থলে তল্লাশি করে দর্শনার্থীদের প্রবেশ পুলিশ। বিশেষ করে সিলেটের সবচেয়ে বড় বর্ষবরণ অনুষ্ঠান হয় শ্রীহট্ট সংস্কৃত কলেজে। আনন্দলোক’র আয়োজনে এ অনুষ্ঠানস্থলের প্রবেশ পথে কঠোরভাবে তল্লাশি করে দর্শনার্থীদের প্রবেশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, গোটা নগরীতে নগরীতে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র‌্যাব, গোয়েন্দারা মাঠে সতর্কতার সাথে কাজ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ