বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : একজন শিক্ষকের সাথে অন্য শিক্ষকের সেতুবন্ধন স্থাপনে কাজ করে ‘শিক্ষক বাতায়ন’। এজন্য সকল শিক্ষককে সেখানে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহবার হোসেন এক স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে সকল শিক্ষককে শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্তির প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা পূরণে আমার বদ্ধপরিকর।
এতে আরও বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যেই আমরা শিক্ষা ক্ষেত্রে নানা কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও কন্টেন্ট আদান প্রদানের জন্য অনলাইন প্লাটফর্ম ‘শিক্ষক বাতায়ন’ বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষক বাতায়নে ইত্যোমধ্যেই দেড় লাখ শিক্ষক সদস্য হয়েছেন। পর্যায়ক্রমে সকলকেই এর আওতায় আনতে হবে। শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত করার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকসহ সকল আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে। পত্রে বলা হয়, সকলকেই যার যার অবস্থান হতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের মাধ্যমে অবিলম্বে সকল শিক্ষককে শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত করে এসডিজি বাস্তবায়নে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।