বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) মমিনুল ইসলামকে পরিচালক প্রশাসন পদে স্থায়ী নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বিমানের বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিমান সূত্রে জানা গেছে।
এর আগে মমিনুল ইসলাম ভারপ্রাপ্ত পরিচালক প্রশাসন হিসেবে দায়িত্বরত ছিলেন। মহাব্যবস্থাপক প্রশাসন হওয়ার আগে তিনি ২০০৯ সাল থেকে জেনারেল ম্যানেজার (নিরাপত্তা) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় গত বছর তাকে জিএম প্রশাসন পদে নিয়োগ দেয়া হয়। এই বিভাগে পরিচালক হিসেবে বিমানের সাবেক পরিচালক (পরিকল্পনা) বেলায়েত হোসেন অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
বেলায়েত হোসেন অবসরে যাওয়ার পর মমিনুল ইসলাম প্রশাসন পরিদফতরে মহাব্যবস্থাপক প্রশাসন হিসেবে সুনামের সঙ্গে এই দায়িত্ব পালন করায় বিমান পরিচালনা পর্যদের সুপারিশে মমিনুল ইসলামকে ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব দেয়া হয় এবং গতকাল তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতির অনুমোদন দিয়ে স্থায়ী নিয়োগ দেয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম দীর্ঘমেয়াদি কোর্স (লং কোর্স) থেকে চাকরি ছেড়ে দিয়ে ১৯৮৬ সালের ৩ নভেম্বর মমিনুল ইসলাম অফিসার হিসেবে বিমানে যোগ দেন। এরপর ২০১১ সালে জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পান তিনি। তারও আগে তিনি বিমানের ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি রংপুর ক্যাডেট কলেজের একজন মেধাবী ছাত্র এবং কলেজ গেমস প্রিফেক্ট ছিলেন। চৌকস ক্যাডেট হিসেবে ১৯৮৪ সালে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ কর্তৃক কলেজ ব্লুপ্রাপ্ত হন। Ñবিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।