Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বৈশাখে সিএমভির জমজমাট আয়োজন

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বাংলা নববর্ষ উপলক্ষে অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি প্রকাশ করেছে তারকাবহুল এক্সক্লুসিভ বেশ কিছু অডিও-ভিডিও গান। এরমধ্যে বৈশাখ উপলক্ষে প্রকাশিত দুটি মিউজিক ভিডিও দারুণ সাড়া ফেলেছে। একটি আসিফ-কণার কণ্ঠে ‘পূজারিণী’। জীবন মাহমুদের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিওটি নির্মাণ করেছেন তপু খান। অন্য আলোচিত ভিডিওটি রনির কণ্ঠে রক মিউজিক্যাল ফিল্ম ‘না’। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা নাজিফা তুষি ও র‌্যাম্প মডেল জায়েব। ভিডিওটি নির্মিত হয়েছে প্রেক্ষাগৃহের ব্যানারে। বৈশাখী বিশেষ চমক হিসেবে মুক্তি পাচ্ছে নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ-এর নির্মাণে প্রথম মিউজিক ভিডিও ‘কথা দাও তুমি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। জনি হকের কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। এদিকে ভিডিও চমক ছাড়াও এই বৈশাখী উৎসব রাঙাতে সিএমভি প্রকাশ করেছে বেশ ক’টি অডিও গান। জিপি ও ইয়ন্ডার মিউজিকে প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে, চিরকুট ব্যান্ডের সাবেক সংগীতশিল্পী পিন্টু ঘোষের নতুন চমক ‘দুঃখ আহারে’। জয় শাহরিয়ারের সুর-সংগীতে গানটি লিখেছেন মাহমুদ মানজুর। মিনারের ‘চোখ’। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজনে মুশফিক লিটু। মালা’র ‘বন্ধু রে’। কথা-সুর শিল্পী নিজেই করেছেন। সংগীতায়োজন করেছেন চিরকুটের ইমন চৌধুরী। শাওন গানওয়ালার ‘মন ভালো নেই’। গানটির কথা-সুর-সংগীতায়োজন করেছেন ভাইকিং ব্যান্ডের সেতু চৌধুরী। আরও প্রকাশিত হয়েছে বৈশাখের বিখ্যাত গান ‘এসো হে বৈশাখ’ গানটির নতুন ভার্সন। মুশফিক লিটুর সংগীতায়োজনে এটি কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সুরকার নাজির মাহমুদ। সিএমভির বৈশাখী আয়োজন প্রসঙ্গে এর প্রধান কর্তা এসকে সাহেদ বলেন, ‘ভিডিও নয়, আমরা বরাবরই শুদ্ধ বাংলা গানের সঠিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের মূল শক্তি ভালো ভালো গান তৈরি করে সেটি শ্রোতাদের কাছে প্রকাশের ব্যবস্থা করা। তবে অডিও গানের পাশাপাশি চেষ্টা করি কিছু গল্পনির্ভর ভিডিও প্রকাশের। এই বৈশাখেও সেই চেষ্টাটি ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈশাখ

২২ এপ্রিল, ২০২২
২২ এপ্রিল, ২০২২
১৬ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ