Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোনা কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়-ক্ষতি

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ৩:১৬ পিএম

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার উপর দিয়ে প্রচন্ড কালবৈশাখী ঝড় বয়ে যায়। কয়েক মিনিট স্থায়ী ঝড়ে ল-ভ- হয়েছে গেছে ঘরবাড়ি, উড়ে গেছে ঘরের টিন, ভেঙে গেছে অসংখ্য গাছপালা। কালবৈশাখী ঝড়ের তা-বে আম, কাঁঠাল, লিচু মাটিতে ঝড়ে পড়েছে। ঝড়ে ১২টি ঘর সম্পূর্ণ বিধ্বস্থ ও অসংখ্য গাছপালার ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। এ সময় ঘর ও ভেঙ্গে পড়া গাছপালার নিচে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সকালে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালবৈশাখী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ