Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক অঞ্চল হিসেবে চাঁদপুরকে অনুমোদন

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হিসেবে রূপ নিচ্ছে চাঁদপুর। চাঁদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে চাঁদপুরকে অনুমোদন দিয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলকে গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-১ সামিউল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
জেলার মতলব উত্তরের নাছিরকান্দি, উত্তর বাহেরচর, উত্তর বোরোচর, নাপিতমারা, চর ইদ্রিস, চরইলিয়ট, দিয়ারা বোরোচর এবং দক্ষিণ বোরোচর নিয়ে এ অঞ্চল করা হচ্ছে। প্রায় চার হাজার (৩৯৯৯.৬০) একর ভ‚মিতে প্রতিষ্ঠা করা হচ্ছে এ অর্থনৈতিক অঞ্চলটি। সোমবার রাতে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শুধু মতলবেই নয়, হাইমচরে ৪৭০০ একর ভ‚মি নিয়ে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এটিও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। শীঘ্রই এটি অনুমোদন হয়ে যাবে বলে আশাবাদী তিনি। আর এটি অনুমোদন হয়ে আসলে চাঁদপুর হবে দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল এমনটি বললেন জেলা প্রশাসক। এ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে এ এলাকা ও আশপাশের অঞ্চলের মানুষের কর্মসংস্থান যেমনি সৃষ্টি হবে, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নও সাধিত হবে এবং চাঁদপুরের গুরুত্ব বেড়ে যাবে খুব দ্রæত। ইতিপূর্বে দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা হিসেবে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’কে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

Show all comments
  • মোঃ আবু বকর সিদ্দিক ২০ মে, ২০১৭, ২:৪১ পিএম says : 0
    অনেক দিন পরে হলেও মাননীয় প্রধান মন্ত্রী একটি উন্নয়ন মূলক পদক্ষেপ নিয়াছেন এ জন্য আমি মাননীয় প্রধান মন্ত্রীকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থনৈতিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ