Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিপিএলে মিরাজ

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) এ প্লেয়ার্স ড্রাফটে ছিল না মেহেদী হাসান মিরাজের নাম। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্যুতি ছড়ানো এই অফ স্পিনারের মাত্র ৬ মাসের মধ্যেই ভাগ্যের চাকা ঘুরে গেছে। টেস্ট দিয়ে অভিষেক হয়ে শুধু টেস্ট ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ থাকেননি মিরাজ। মাথায় উঠেছে ওয়ানডে এবং টি-২০ ক্যাপও। সিপিএলে’র প্লেয়ার্স ড্রাফটে নাম না থেকেও আগামী ১ আগস্ট থেকে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া এই টি-২০ টুর্নামেন্টে মেহেদী হাসান মিরাজকে দেখা যাবে ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে। অস্ট্রেলিয়ান ব্রাড হজের স্থলাভিষিক্ত হিসেবে মেহেদী হাসান মিরাজকে বেছে নেয়ার এই সুসংবাদ গতকাল দিয়েছে ক্রিকইনফো। সাকিব, তামীমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে সিপিএলে খেলার সুযোগ পেয়ে বেজায় খুশি মিরাজ ‘৬ মাস আগে জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে পর্যায়ক্রমে ওয়ানডেও টি-২০ দলে নাম উঠেছে। এখন পেলাম সিপিএলে খেলার সুযোগ। এই সুযোগ পেয়ে আমি খুবই খুশি। ওই টুর্নামেন্টে খুব ভালো ক্রিকেটারদের সঙ্গে আমি খেলতে পারব। আমার ক্রিকেটের মানের উন্নতি হবে এতে।’ যে ছেলেটি গত বছর মাত্র ৫ লাখ টাকা চুক্তিতে খেলেছেন কলাবাগান ক্রিকেট একাডেমিতে, এবার সেই ছেলেটিই ৩০ লাখ টাকায় নাম লিখিয়েছেন মোহামেডানে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিবাগোর হয়ে খেলার অফারটা যে আরো বড় !



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিরাজ

২৮ এপ্রিল, ২০২২
২৬ এপ্রিল, ২০২২
১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ