Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ বছর পর তৌসিফের নতুন মিউজিক ভিডিও

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী তৌসিফের প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ২০০৭ সালে। তখন অ্যালবামের ‘বৃষ্টি ঝরে যায়’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। এরপর থেকে একক অ্যালবাম প্রকাশ করে আসলেও দীর্ঘ পাঁচ বছরে দেখা যায়নি তার কোনো মিউজিক ভিডিও। ‘এই বুকেতে’ নামে তার সবশেষ মিউজিক ভিডিও প্রকাশিত হয় সিডি চয়েসের ব্যানারে। দীর্ঘ বিরতির পর মাই সাউন্ডের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে তৌসিফের নতুন মিউজিক ভিডিও ‘সারাটি জনম’। এইচ এম রিপনের কথায় গানটির সুর সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সামছুল হুদা। চিত্রগ্রহণ করেছেন মাহমুদুল হক সাইদ ও কোরিওগ্রাফি করেছেন হাবিব। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৪’-র মডেল রাকা বিশ্বাস ও সাব্বির খান। তৌসিফ বলেন, দীর্ঘ পাঁচ বছরে আমার কোনো অফিসিয়াল ভিডিও দেখা যায়নি। নতুন এই ভিডিওটি নিয়ে আমি আশাবাদী। মিউজিক ভিডিওটি পহেলা বৈশাখে মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচ

২১ অক্টোবর, ২০২২
২১ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ