Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ ডেপুটি গভর্নর দায়ী কি-না তথ্য নেই দুদকের কাছে

৩৭শ’ কোটি টাকা লোপাট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

তিন হাজার ৭শ’ কোটি টাকা লোপাটের ঘটনার জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক পাঁচ ডেপুটি গভর্নর দায়ী কি-না -এই অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই দুর্নীতি দমন কমিশনের (দুদক)র কাছে। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টকে এ তথ্য জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩৭শ’ কোটি টাকা লুটপাটের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের ৫ ডেপুটি গভর্নরসহ ২৪৯ কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চেয়েছিলেন হাইকোর্ট। এ প্রেক্ষিতে সংস্থাটির আইনজীবী উপরোক্ত তথ্য জানান আদালতকে।

সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, ৩৭০০ কোটি টাকা লোপাটে বাংলাদেশ ব্যাংকের পাঁচ গভর্ণরসহ কর্মকর্তারা জড়িত ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পিকে হালদারসহ অর্থপাচারের ৩৪টি মামলার তদন্ত কাজ চলছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গত ১৮ অক্টোবর হাইকোর্টের দেয়া আদেশের পরিপ্রেক্ষিতে আদালতে গতকাল দুদকের আইনজীবী এই প্রতিবেদন উপস্থাপন করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চে এ বিষয়ে শুনানি চলছে।
গতকাল সরকারপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচ ডেপুটি গভর্নর দায়ী কি-না তথ্য নেই দুদকের কাছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ