Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুরে সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে পথচারী এক নারীসহ দুইজন নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর জাঝর এলাকায় ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত পাঁচজন পথচারী আহত হয়েছে। নিহতরা হচ্ছে আলকিমা আক্তার (৫০) ও সিএনজি চালক আবদুুল ওহাব (৪২)। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আকলিমা আক্তার গাজীপুর মহানগরীর ল²ীপুরা এলাকার মৃত বিল্লাল হোসেনের স্ত্রী। নিহত অপর সিএনজি চালক আবদুুল ওহাব সিরাজগঞ্জের পেপুল মারিয়ো বেমারা এলাকার করম আলী মহোরির ছেলে।
বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজার-আবিদপুর-নিমসার সড়কের আবিদপুর এলাকায় গতকাল সোমবার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে সাকিব (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বুড়িচং মডেল একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়।
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা জানান, বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ইমদাদুল হক জনি নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের সুরিকরা গ্রামের মো. সাইদুল হক বাহারের পুত্র। গতকাল সোমবার ভোরে দেশটির কোদাইবিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জনি বিজয় টিভির কাতার প্রতিনিধি ও মিলিনিয়াম টিভির স্টাফ রিপোর্টার গোলাম মাওলা হাজারীর ভাতিজা।
সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, মাইজদী-চাটখিল মহাসড়কে বগাদিয়া নামক স্থানে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ড ১৪-৪৯৪২) পিকাপের (ঢাকা মেট্রো-১৫-১৩৩০) মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়। এ সময় সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে সোনাইমুড়ী থানার এসআই টমাস বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ