Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবীণ চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ আর নেই

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয়রা জানায়, তার দুই ছেলেই প্রবাসে থাকে। তারা আসার পর পরবর্তী সময়ে তার নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হবে।
১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মোস্তফা মেহমুদ পরিচালিত এফডিসি থেকে মুক্তি পায় স্বাধীন বাংলাদেশের প্রথম ছায়াছবি ‘মানুষের মন’। এতে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক, ববিতা ও আনোয়ার হোসেন। এই ছবির ব্যবসায়িক সাফল্যে বাংলাদেশের চলচ্চিত্র নতুনভাবে জেগে উঠে। ষাট, সত্তর ও আশির দশকে তাঁর পরিচালিত ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি মুক্তি পায়। ১৯৬৬ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের আগ্রহে ‘বেহুলা’ ছায়াছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।
চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, পাক্ষিক খবরিকা, চলমান মিরসরাই ও মাসিক দুর্বার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবীণ

১ অক্টোবর, ২০২১
১ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ