Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবিদ এ কে মাহমুদুল হকের ইন্তেকাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

বরেণ্য শিক্ষাবীদ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক চিটাগাং আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অসংখ্য গ্রন্থ-প্রণেতা জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ এ কে মাহমুদুল হক (৯০) গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি চার কন্যা, দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হকের শ্বশুর ও একই হাসপাতালের পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আমেনা শাহীনের পিতা। গতকাল বাদ আসর মিসকিন শাহ মাজার সংলগ্ন মহসিন কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি শরিক হন। পরে মিসকিন শাহ মাজার এলাকার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। প্রবীণ এই শিক্ষাবিদের ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবিদ এ কে মাহমুদুল হকের ইন্তেকাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ