Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবীণ আলেমেদ্বীন মাওলানা নুরুল আমিনের ইন্তেকাল

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

হাটহাজারীর মেখল ইউনিয়নের পশ্চিম মেখল গ্রামের ফজলুল রহমান মির্জীর বাড়ির মরহুম আব্দুল জলিল-এর পুত্র প্রবীন আলেমেদ্বীন মাওলানা মো. নুরুল আমিন (১০৭) গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। ১৯১৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
গতকাল পশ্চিম মেখল কালাচাঁন শাহ মাজার সংলগ্ন সিকদার পাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। প্রবীণ এই আলেমেদ্বীনের ইন্তেকালে হাটহাজারী সর্বস্তরের নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাটহাজারী থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলমসহ বিভিন্ন সামাজিক সস্কৃতিক সংগঠন, গাউছিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার নেতৃবৃন্দরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী ছাত্র ও যুব সেনা, বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবীণ আলেমেদ্বীন মাওলানা নুরুল আমিনের ইন্তেকাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ